সেহরি না খেয়ে নফল রোজা হবে কিনা

সেহরি না খেয়ে নফল রোজা হয়ে যাবে। রোজার কোন ক্ষতি হবে না। তবে সুন্নত আদায় হবে না। সেহরি খাওয়া অনেক নেকি ও বরকত ময়। অল্প হলেও খেলে এই সুন্নত আদায় হয়ে যাবে।

সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। সেহরী না খেলে সুন্নাত আদায় হয় না তবে রোজার কোন ক্ষতি হয় না। রোজা হয়ে যায়।

রোজা ফরজ হুক কিংবা নফল হুক সেহেরি খাওয়া জরুরি নয়। রোজা রাখতে হলে সেহেরি রোজার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও দরকার। সেহেরি খেলে আল্লাহ তাআ’লা এর মধ্যে অনেক বরকত রেখেছেন। সেহেরি না খেলে এই সুন্নত ও বরকত পাওয়া যাবে না।

আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন।  রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

تسحروا فإن في السحور بركة

তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে।

(বুখারী, হাদিস : ১৯২৩; মুসলিম, হাদিস : ১০৯৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৬৯৩)

রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’

(মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি, হাদিস: ৬৪২)

উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্নত ও ফরজ রোজার সেখেরি না করলেও রোজা হয়ে যাবে। রোজার কোন ক্ষতি হবে না। কিন্ত সেখেরির যে সুন্নত ও বরকত ময় সেটা থেকে আমরা পাব না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *